ভোলায় ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১২ এএম, ১২ মে ২০১৮

ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ২টি মসজিদসহ অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং বহু গাছপালা উপড়ে গেছে। বিনষ্ট হয়েছে ফসলি জমি। আহত হয়েছেন অন্তত ১০জন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১১ মে) সন্ধ্যায় ভোলা সদরের রামদাসপুর ও দৌলতখানের মদনপুর চরে ঝড়ে এসব ক্ষয়-ক্ষতি হয়।

মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ করেই মদনপুরের উপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদসহসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

অপরদিকে ভোলা সদরের দুর্গম জনপদ রামদাসপুর এলাকায় ঘূর্ণিঝড়ে ৫টি ঘর এবং একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মোশারেফ এ তথ্য নিশ্চিত করেন।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আদিল হোসেন তপু/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।