মানিকছড়িতে মাটিচাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৬ মে ২০১৮

খাগড়াছড়ির মানিকছড়িতে মাটিচাপা পড়ে ক্যাহ্লাচিং মারমা (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে মানকিছড়ির পান্নাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ক্যাহ্লাচিং মারমা মানকিছড়ির বড়বিল এলাকার সাইথোয়াই মারমা ছেলে। সে মানিকছড়ির বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, বুধবার দুপুরের দিকে মানিকছড়ির পান্নাবিল এলাকার বড়বিল খালের মুখে ছড়ার পানিতে খেলতে গেলে খালের পাড় ভেঙে পড়া মাটি চাপায় সে মারা যায়। মানিকছড়ি থানা পুলিশের ওসি মোহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।