এক খেজুর গাছের ৭ মাথা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৭ মে ২০১৮

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা এলাকায় রাস্তার পাশে সাতটি মাথা নিয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ।

প্রতিদিন গাছটি দেখতে অসংখ্য দর্শনার্থী আসেন এখানে। স্থানীয়দের কাছে এটি প্রকৃতির খেলা। অবশ্য দেশের আরও কয়েকটি জায়গায় এমন একাধিক মাথাবিশিষ্ট খেজুর গাছ রয়েছে।

দেশি এ খেজুর গাছ থেকে রস ও খেজুর পাওয়া যায়। বাণিজ্যিকভাবে খেজুরের তেমন বাজার না থাকলেও খেজুরের রসে তৈরি সুমিষ্ট খেজুরের গুড় দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত।

সরেজমিনে দেখা যায়, মনিকোঠা বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশেই রয়েছে এ খেজুর গাছ। গাছটি সরকারি রাস্তার পাশে।

আকোটের চর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী বলেন, গাছটি কে কবে লাগিয়েছিলো তা জানা নেই। সড়কের পাশে সরকারি জায়গায় বেড়ে ওঠা গাছটি কবে থেকে সাত মাথায় বিস্তৃত হয়েছে তাও মনে নেই। অনেকেই গাছটি দেখতে আসেন।

মনিকোঠা গ্রামের বৃদ্ধ শেখ ইউসুফ বলেন, গাছটির প্রকৃত বয়সও আমাদের জানা নেই। ছোট বেলা থেকেই দেখে আসছি খেজুর গাছটি। প্রায় ৪৫ থেকে ৫০ বছরের বেশি হবে এর বয়স।

এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মতিয়ার রহমান বলেন, অতিরিক্ত ফাইটো হরমোনের কারণে অনেক সময় এমনটি হতে পারে। সচরাচর এমনটি দেখা যায় না।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।