মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দগ্ধ ফাতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২০ মে ২০১৮

পারিবারিক কলহের জেরে ভোলার চরফ্যাশনে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ ফাতেমা বেগম ভোলা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার শরীরের ৩০ ভাগ পুরে যাওয়ায় স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দিয়েছেন ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফাইজুল হক।

চরফ্যাশন পৌরসভার খাসপাড়ায় বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী ফাতেমার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আলাউদ্দিন স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ এনে ফাতেমার বোন নূরজাহান বেগম বাদী হয়ে ফাতেমার স্বামী আলাউদ্দিন ও তার বাবা হাবিবুল্যাহ এবং মা আছুরা বেগমকে আসামি করে শুক্রবার চরফ্যাশন থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে স্বামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে।

আদিল হোসেন তপু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।