বাংলাবান্ধায় সাড়ে ২০ লাখ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৩ মে ২০১৮

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির চেকপোস্টে ২০ লাখ ৫০ হাজার নগদ টাকাসহ পঙ্কজ কুমার রায় নামে এক হুন্ডি ব্যবসায়ী ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি চেকপোস্টে তাকে আটক করা হয়।

পঙ্কজ কুমার রায়ের বাড়ি ভারতের দার্জিলিং জেলার প্রধাননগর এলাকায়। তিনি রায় মানি এক্সচেঞ্জ নামে এক প্রতিষ্ঠানের মালিক।

বিজিবি জানায়, দুপুর আড়াইটার দিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল পঙ্কজ কুমার রায়। বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টে চেকিংয়ের সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা পঙ্কজের ব্যাগে তল্লাশি করে এক বোতল মদ ও ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। পরে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বলেন, পঙ্কজ কুমার অবৈধভাবে বাংলাদেশি টাকা বহন করে ভারতীয় ইমিগ্রেশনের কাজ শেষে বাংলাদেশে প্রবেশ করে। তাকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হবে।

সফিকুল আলম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।