থানা আ.লীগ নেতার লোকজনের হামলায় ইউনিয়ন আ.লীগ নেতার মৃত্যু
নওগাঁর রানীনগরে খাস পুকুর দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে কালিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজিমুদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের করচগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিমুদ্দিন ওই গ্রামের সখিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, করচগ্রাম গ্রামে প্রায় এক একর পরিমাণ সরকারি একটি পুকুর দীর্ঘদিন থেকে মসজিদের উন্নয়নে মাছ চাষ করে আসছিলেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে সখিনের ছেলে শহীদ হোসেন পুকুরে মাছ চাষ করতেন। পুকুর নিয়ে আদালতে মামলাও চলছিল। দুপুরে থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন কয়েকজনকে নিয়ে পুকুরে মাছ ছাড়তে যান। এসময় শহীদ হোসেন ও আজিমুদ্দিন তাদের বাধা দেয়।
এ সময় সায়েম উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শহীদ হোসেন ও আজিমুদ্দিনের উপর। আজিমুদ্দিনের মাথায় হাতুড়ির আঘাত লাগতে তিনি গুরত্বর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় এলাকার অন্তত সাতজন আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে। এ ঘটনায় বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী রানীনগর-আবাদপুর সড়ক অবরোধ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়েম উদ্দিন সম্প্রতি ইউএনও অফিস থেকে পুকুরটি ইজারা নিয়েছেন। দুপুরের দিকে পুকুরে মাছ ছাড়তে গেলে আগে থেকে দখলকৃতরা তাতে বাধা দেন। এক সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্বাস আলী/এমএএস/এমএস