মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৮ মে ২০১৮
প্রতীকী ছবি

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিশু। সোমবার দুপুর আড়াইটায় পৌর শহরের সুলতান পুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার মেয়ে অঞ্জনা আক্তার (৭) ও একই থানার বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)।

নিহত দুই শিশু পরিবারের সঙ্গে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে ভাড়া থাকত। তারা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আয়েশা আক্তার (৮) নামে আরেক শিশু আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলেন। এ সময় তারা পানিতে গোসলের জন্য নামলে সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামের এক যুবক পানিতে আয়েশাকে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরও ২ জন পানিতে ডুবে আছে। পরে খোঁজাখুঁজি করে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জাগো নিউজকে জানান, ঘটনাটি শুনেছি মাত্র, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

রিপন দে/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।