গুলিতে নিহত ৩ ইউপিডিএফ কর্মীর ময়নাতদন্ত সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৯ মে ২০১৮

রাঙ্গামাটির বাঘাইছড়ির কোরাইল্যাছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত তিন ইউপিডিএফ কর্মীর ময়নাতদন্ত খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশি নিরাপত্তায় মরদেহগুলো বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। সাজেক থানা পুলিশের এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষ হলেও নিহতদের কারো আত্মীয়-স্বজন না আসায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। নিহতদের মধ্যে সঞ্জীব চাকমার বাড়ি রাঙ্গামাটির গলাছড়ি গ্রামে, স্মৃতি বিকাশ চাকমার বাড়ি সরুনালা এবং অটল চাকমার বাড়ি ঝগড়াবিল গ্রামে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার ভোরে রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম করল্যাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তিন ইউপিডিএফ কর্মী।

এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ প্রতিপক্ষ জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনকে দায়ী করলেও সংগঠনগুলোর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।