বাবা পালিয়েছে, মেঝেতে পড়ে আছে নিথর মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:১০ পিএম, ০১ জুন ২০১৮

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজঘর থেকে শুক্রবার সকালে মনি মালা (২৮) নামে এক গৃহবধূর মরেদেহ উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে স্বামী জসিম বেপারী (৩৪) পারিবারিক কলহের জের ধরে হাত-পা বেঁধে মনি মালাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। মনি মালা নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনার বাজার খলিফা কান্দি গ্রামের মো. ইয়ার বক্স সরদারের মেয়ে।

মনি মালার ভাই জাহাঙ্গীর সরদার জানান, প্রেমের সম্পর্কের পর ২০০৮ সালে জসিম বেপারীর সঙ্গে মনি মালার বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা পারিবারিক বিষয় নিয়ে মনি মালার উপর শারীরিক ও মনসিক নির্যাতন করতো জসিম বেপারী। বৃহস্পতিবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মনি মালাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় জসিম। শুক্রবার সকালে সন্তানরা ঘুম থেকে উঠে মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে কান্না শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো. ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।