ফেনীতে ক্রেতা কম, দেখনেওয়ালা বেশি
ফেনীতে এখনও জমে ওঠেনি ঈদ বাজার। ঈদকে সামনে রেখে বাহারি রঙের পোশাকের পসরা সাজিয়েছেন বিপণী বিতানগুলো। তবে ১৭ রমজানেও ক্রেতা শূন্যতায় ভুগছে দোকানগুলো।
ঈদ আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে কেনাকাটা। তবে এখনও সেই কেনাকাটা শুরু করেননি ক্রেতারা। এখনও বেতন-বোনাস না হওয়ায় কেনাকাটা শুরু করতে পারেনি বলে জানিয়েছেন তারা। তবে আগামী ২-৪ দিনের মধ্যেই বিপণী-বিতানগুলো ক্রেতায় ভরপুর হয়ে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতারা।
বিক্রেতারা জানান, প্রতি বছর ১০ রমজান শেষ হওয়ার আগেই ক্রেতাদের ভীড়, দর-দামে দোকানের কর্মচারীদের নাভিশ্বাস শুরু হয়। কিন্তু এবার তার ছিটেফোঁটাও শুরু হয়নি জেলার শপিংমলগুলোতে। তবে অনেক ক্রেতা এখন ফাঁকা মার্কেটে এসে ঈদের সামগ্রী পছন্দ করে দাম-দর জেনে যাচ্ছেন। অনেকে মার্কেটে ঘুরে নতুন কিছু খুঁজে সময় পার করছেন। আবার কেউ কেউ টুকিটাকি কেনাকাটাও করছেন।

শহরের বিভিন্ন বিপণী বিতানগুলোতে ঘুরে দেখা গেছে, ক্রেতার সংখ্যা খুবই কম। মার্কেটের ভেতরে কয়েকজন ক্রেতাকে ঘোরাফেরা করতে দেখা গেলেও অনেক দোকানে কোনো ক্রেতাই নেই।
একটি শপিং সেন্টারের পোশাক ব্যবসায়ী মিজানুর রহমান জানান, ফেনীতে ঈদের বাজার এখনও জমেনি। ২০ রমজানের পর বাজার জমবে। এখন যাদেরকে মার্কেটে ঘুরাঘুরি করতে দেখছেন, তাদের মধ্যে দেখনেওয়ালা বেশি; ক্রেতা কম।
তিনি বলেন, অনেকেই দাম-দর জেনে চলে যাচ্ছেন। এবার রাজস্থানের থ্রি-পিস, অরগেন্ডি, ইন্ডিয়ান শার্টন, কাতান, জয়পুরি ও পাকিস্তানি লোনের ভালো কালেকশন রয়েছে। এখনও পর্যন্ত হাতের কাজ খচিত বিভিন্ন থ্রি-পিস, কাতান ও টাঙ্গাইল শাড়ির দিকে ক্রেতাদের নজর বেশি।
এফএ/জেআইএম