ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরুল আলম (৩৩) নামে এজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতিও হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের ট্রাঙ্ক রোড়স্থ ছেরাজ হার্ডওয়ারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল করিম। তিনি ছেরাজ হার্ডওয়ারের কর্মচারী। নুরুল করিম ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নুরুল করিমের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় ছেরাজ হার্ডওয়ারে পর পর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী আর কে হার্ডওয়ারসহ বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখান থেকে ভষ্মীভূত নুরুল করিমের লাশ উদ্ধার করেন।
ফেনী ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মো. জসিম উদ্দিন জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা অাগুন নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।
আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা নিহতের সত্যতা নিশ্চত করেন।
এমএএস/এমএস