৯ বছর পর কমিটি পেলো লালমনিরহাট ছাত্রদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৫ জুন ২০১৮

দীর্ঘ ৯ বছর পর কমিটি পেলো লালমনিরহাট ছাত্রদল। জেলা ছাত্রদলের নতুন কমিটিতে নাজমুল হুদা লিমন সভাপতি ও জাহাঙ্গীর আলম আনন্দকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক লালমনিরহাট জেলা কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিঠুন সরকার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টুকেসহ ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলেন নতুন কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় কমিটি। এর আগে জেলা ছাত্রদলে সভাপতি ছিলেন- লালমনিরহাট জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

হাতীবান্ধা উপজেলা আলিমুদ্দিন কলেজ ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান বলেন, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় নবাগত কমিটিকে অভিনন্দন।

নবাগত কমিটির সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদলকে গতিশীল রাখবো। কেন্দ্রীয় কমিটির দিক-নির্দেশনা মেনে চলবে এ কমিটি।

রবিউল হাসান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।