নবগঠিত কমিটির সভাপতিকে পেটালো ছাত্রদল
মৌলভীবাজার জেলা ছাত্রদলের কেন্দ্র ঘোষিত নতুন কমটির সভাপতিকে পিটিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত একটি অংশ। ইতোমধ্যে নতুন সভাপতিকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছাত্রদলের একটি অংশ এই ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করছে।
দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার ঘোষণা করা হয় মৌলভীবাজার জেলা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট কমিটি। কেন্দ্র ঘোষিত কমিটি প্রকাশের এক ঘণ্টার মধ্যে বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীদের রোষানলের শিকার হতে হয় নতুন কমিটির সভাপতি রুবেল আহমদকে।
জানা যায়, কমিটি ঘোষণার পর নতুন সভাপতি রুবেল আহমদ শাহ মোস্তফা রোডের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর বাসায় যান। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে শাহ মোস্তফা সড়কে আসা মাত্রই পদবঞ্চিত নেতাকর্মী তাকে ঘেরাও করে মারধর করতে থাকে। তাৎক্ষণিক নিজের আত্মরক্ষার্থে রুবেল আহমদ ফের খালেদা রব্বানীর বাসায় ফিরে যান। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, মঙ্গলবার দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে মো. রুবেল মিয়াকে সভাপতি ও আকিদুর রহমান সোহানকে সম্পাদক করে মোট ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
তবে যোগাযোগ করা হলে নবগঠিত কমিটির সভাপতি রুবেল আহমদ দাবি করেন, ‘আমার মঙ্গে এ রকম কিছু হয়নি, সম্পূর্ণ ঘটনা মিথ্যা।’
নতুন কমিটির সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, ‘ঘটনা শুনেছি তবে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন ঘটনাস্থলে তিনি ছিলেন না।’
রিপন দে/এফএ/এমএস