চাঁদপুরে মেঘনায় জেলে নৌকায় ডাকাতি, আহত ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৭ জুন ২০১৮

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকায় মেঘনা নদীতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় ৯ জেলে গুরুতর আহত হয়েছেন। এ সময় ১০টি মোবাইল ও নগদ অর্থ লুট করে নিয়েছে ডাকাতরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরফতেজংপুর এলাকার পূর্বপাশে হরিণাঘাট এলাকায় ৪ নৌকায় আসা ৪০ জনের ডাকাত দল এ ঘটনা ঘটায়।

Chandpur-Dakati

আহত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকার আবল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (৩৩) ও নেছার আহমেদ পাটোয়ারী (৪০)।

আহতদের মধ্যে বিল্লাল শেখ জানান, ভোরেই মাছ ধরতে নদীতে নামেন তারা। বড় একটি নৌকায় ১৫ জন জেলে ছিলেন। মাছ বিক্রির পর দুপুরে গন্তব্যে যাওয়ার সময় ডাকাতরা তাদের নৌকায় হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে আহত করেন এবং তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও ১০টি মোবাইল নিয়ে যায় ডাকাতরা। চিৎকার করলে আশপাশের জেলেরা এসে তাদের উদ্ধার করে দুপুর আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Chandpur-Dakati

চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব জানান, সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। আহত জেলেরা হাসপাতালে চিকিৎসাধীন। জেলেদের দেখতে ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম খান ও হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী হাসপাতালে এসেছেন। তারা ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি মো. ওলিউল্লাহ ওলি জাগো নিউজকে বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে এসআই বিপ্লব গেছেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইকরাম চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।