ঢাকা-রংপুর মহাসড়কে ৫ অচেতন ব্যক্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৯ জুন ২০১৮

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকা থেকে ৫ অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ জানান, সকালে মহাসড়কের বকচর এলাকায় রাস্তার পাশে ৫ অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানান। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। উদ্ধারকৃতদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন।

পাপুল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।