স্বামী রিকশা নিয়ে বের হওয়ার পরই স্ত্রীর বিষপান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৯ জুন ২০১৮
ফাইল ছবি

শেরপুরে রিনা বেগম (৪০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ রিনার মৃত্যু হয়।

মৃত রিনা বেগম ওই গ্রামের রিকশাচালক লালচাঁন মিয়ার স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার দুপুরে জেলা হাসপাতাল মর্গে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্র ও মৃত গৃহবধূর স্বামী জানান, সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রিকশাচালক লালচাঁন মিয়ার অভাব-অনটনের সংসারে স্ত্রী রিনা বেগমের সঙ্গে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া লাগতো।

শুক্রবার সকালে স্বামী লালচাঁন রিকশা নিয়ে বাড়ি থেকে হয়ে যাওয়ার পরপরই স্ত্রী রিনা বেগম বিষপান করেন। স্বজনরা উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রিনা বেগম মারা যায়।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাকিম বাবুল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।