নির্বাচনে না আসার অজুহাত খুঁজছে বিএনপি : কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৯ জুন ২০১৮

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার অজুহাত খুঁজছে। বিএনপিতো ধাপ্পাবাজ একটি রাজনৈতিক দল। তারা নিজেদের অবস্থান সম্পর্কে জেনেই নির্বাচন থেকে সড়ে আসতে নানা পাঁয়তারা করছে।

শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কোনো একদল খেলায় অংশ গ্রহণ না করলে কিন্তু কোনো খেলাই থেমে থাকে না এবং থাকবেও না। কে নির্বাচনে আসবে আর না আসবে এটা তাদের দলীয় অবস্থানের বহিঃপ্রকাশ। তবে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্ধারিত সময়েই সংবিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে বিনা কারণে কোনো মায়ের বুক খালি করা হয়নি, যেমনটা করেছে ওই সন্ত্রাসী বিএনপি দল। শেখ হাসিনা বাপের বেটি। তিনি দেশকে উন্নয়নের দিকে নিতে চান। একটা দেশকে ধ্বংস করার জন্য যুব সমাজকে বিপথগামী করতে পারলেই যথেষ্ট।

Agriculture Minister

তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে যুবসমাজকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত করা হয়েছিল। দেশ যখন বিপথের দিকে ঠিক সে সময়েই শেখ হাসিনা যুব সমাজ রক্ষায় মাদক নির্মূলে চ্যালেঞ্জ গ্রহণ করছেন। মাদকের সঙ্গে জড়িত সে যে দলেরই হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের কেউ যদি এ অপকর্ম করে ধরা পড়ে তাহলে কোনো প্রকার সুপারিশতো দূরের কথা তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।