শৈলকুপায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সানি আউশিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সানি বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস