পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১০ জুন ২০১৮
ফাইল ছবি

নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আ. রহিম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৮ নম্বর ব্রিজের উত্তর পাশে জারিয়া বালুঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জারিয়া রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন বলেন, সকালে ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ডাউন ট্রেনটির চালক বারবার হর্ন দিলেও তিনি সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আ. রহিম কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দিয়েছি।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।