মতলবে পন্টুন ডুবে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১১ জুন ২০১৮

দু’পাড়ের পন্টুন তলিয়ে যাওয়ায় চাঁদপুরের মতলবের ধনাগোদা নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দু’পাড়ে প্রায় শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার বেলা ১১টায় মতলব ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ওই ঘাটের দুই পাড় তিন-চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। নদীতে হঠাৎ করে বৃষ্টি ও বর্ষার পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের পন্টুন তলিয়ে গেছে। এতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীতে কয়েক দিন ধরেই পানি বাড়ছে। পানি বৃদ্ধির কারণেই দু’পাড়ের পন্টুন তলিয়ে গেছে।

এদিকে দীর্ঘ সময় পার হতে না পেরে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে নদীর দু’পাড়ে আটকা পড়া প্রায় শতাধিক যানবাহনের যাত্রীদের। ফেরি চলাচল বন্ধ থাকায় মতলব দক্ষিণ পাড়ের অনেক যানবাহন মতলব-গৌরিপুর পেন্নাই সড়ক হয়ে চলাচল করছে। এতে বিপাকে পড়েছেন ঈদমুখী যাত্রীরা।

মতলব ফেরিঘাটের ঠিকাদার ও মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী জাগো নিউজকে জানান, হঠাৎ করে নদীতে বৃষ্টি ও বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় দু’পাড়ের পন্টুন তলিয়ে গেছে।

ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।