নীলফামারীতে ২১ মেট্রিক টন সরকারি চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১২ জুন ২০১৮

নীলফামারীর ডিমলায় এক ব্যক্তি মালিকানাধীন গুদাম থেকে সরকারি ২১ মেট্রিক টন চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে গুদামটিতে সিলগালা করে দেয়া হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়ার ডঙ্গারহাট বাজার সংলগ্ন মেসার্স জিয়া ট্রেডার্সে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

এ সময় ২১ মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়। সেই সঙ্গে গুদামটিতে সিলগালা করে দেয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক সফিয়ার রহমান আকালু ও তার ছেলে জিয়া রহমান (৩৫) পালিয়ে গেলেও তার বড় ছেলে হামিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, জব্দকৃত চালগুলো সরকারি। তবে গ্রেফতার হামিদুল ইসলাম বলেছেন চালগুলো সিরাজগঞ্জ থেকে আনা হয়েছে। ডিমলার ১০টি ইউনিয়নের চাল কিনা সেটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত থানায় মামলা হয়নি। জেলা প্রশাসকের নির্দেশক্রমে মামলা করা হবে। গ্রেফতার হামিদুল ইসলামকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।