ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কি. মি. যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৩ জুন ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকামুখী মেঘনা সেতু থেকে ভাটেরচর পর্যন্ত ৭ কিলোমিটার ও কুমিল্লামুখী ভবেরচর থেকে দাউদকান্দী পযর্ন্ত ৬ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে।

গাড়ী চাপ থাকার কারণে বুধবার ভোর থেকেই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে গজারিয়ার ভাটেরচর থেকে যানজটের তীব্রতা একটু বেশি।

পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে ধীর গতিতে গাড়ি চললেও ঢাকামুখী যানবাহন অনেকটা স্থির হয়ে আছে। আসন্ন ঈদকে সামনে রেখে অতিরিক্ত গাড়ির চাপে এমন যানজটের সৃষ্টি হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, গজারিয়া ভাটেরচর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ঢাকামুখী গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। একই অবস্থা গজারিয়ার ভাটেরচর এলাকাও। অতিরিক্ত গাড়িই যানজটের প্রধান কারণ বলে জানান তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।