সহায়তা পেল ভিক্ষুক পরিবারটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৪ জুন ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবী গ্রামের সেই ভিক্ষুক পরিবারটিকে ঢেউটিন ও নগদ অর্থ সহযোগিতা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জাগো নিউজে ‘আর কত গরিব হলে সরকারি ঘর?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা হলরুমের সামনে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এক বান ঢেউটিন ও তিন হাজার টাকার একটি চেক প্রদান করেন ভিক্ষুক আফাজ উদ্দিনকে।

এ সময় হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, উপজেলা প্রকল্প ও বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।