ঈদের দিন বাস কাড়লো ২ মুসল্লির প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৬ জুন ২০১৮
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় বাসচাপায় দুই মুসল্লি নিহত হয়েছেন। শনিবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মমিনুলের ছেলে মো. জাহিদ ও অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী ক্ল্যাসিক পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঈদের জামাতের জন্য অপেক্ষারতদের চাপা দেয়। এতে অজ্ঞাতনামা একজন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর অবস্থায় আহতদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করে।

ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।