মেহেরপুরে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা
বিশ্বকাপের হাওয়ায় মেতেছে বাংলাদেশসহ সারাবিশ্ব। নিজের দেশ নেই বিশ্বকাপে। তাই বলে কি বিশ্বকাপে হাতগুটিয়ে বসে থাকা যায়! তাই তো আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে সারাদেশেই বিভিন্ন সময় অনুষ্ঠিত হচ্ছে ফুটবল ম্যাচ।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০০৪ সালের এসএসসি ব্যাচের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের ১-০ গোলে পরাজিত করে।
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষে সালাউদ্দিন প্রথমার্ধে গোলটি করেন। পরে ব্রাজিল সমর্থক গোষ্ঠী শত চেষ্ঠা করেও গোল পরিশোধ করতে পারেনি। আর্জেটিনা দলের পক্ষে শেখ ইশতিয়াক কানন এবং ব্রাজিল দলের পক্ষে সাইদুর রহমান শিমন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
আসিফ ইকবাল/এফএ/এমএস