আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিয়াচন্ডি বাজারে রোববার বিকেলে গাছে আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আব্দুল মতিন (৩২) বালিয়াচন্ডি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক মতিন বিকেলে বাড়ির পাশে বাজারের একটি কাঁঠাল গাছে বাঁশের খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টানাতে যান। কিন্তু হঠাৎ খুঁটিটি ওই গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে। এতে খুঁটিটি তড়িতাহত হলে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মতিন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক এবং গোশাইপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম জুবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/এফএ/জেআইএম