মুন্সীগঞ্জের সাধনার দাদু যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্য আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৯ জুন ২০১৮

মুন্সীগঞ্জের যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্য মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন (দিব্যান্ লোকান স গচ্ছতু)।

মুন্সীগঞ্জবাসীর কাছে তিনি 'সাধনার দাদু' হিসেবে পরিচিত ও সর্বজন শ্রদ্ধেয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর। ৮০ ঊর্ধ্ব বয়সের স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে ছাড়াও তিনি শত শত গুণগ্রাহী রেখে গেছেন।

মুন্সীগঞ্জ সদরের সবচেয়ে প্রবীণ লোক হিসেবে সাধনার দাদু মুন্সীগঞ্জের সাধারণ মানুষের খুব প্রিয় ছিলেন। পুরোহিত যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্য সাধনার ওষুধ বিক্রির পাশাপাশি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রি করতেন। তিনি শারীরিক ব্যয়াম করতেন নিয়মিত। সাধনার দাদু যতীন্দ্র চন্দ্র ভট্টাচার্য সব সময় হেঁটেই চলাচল করতেন। শরীরের প্রতি সদা যত্মবান ছিলেন। ১০৮ বছরেও যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য ছিলেন কর্মক্ষম।

দাদুর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাড মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা পুজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা জানানো হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।