ভেজাল ওষুধ ও তৈরির উপকরণসহ মা-ছেলে আটক
গাইবান্ধা সদর উপজেলায় একটি ভেজাল ওষুধের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণসহ কারখানা মালিকের স্ত্রী শেফালি বেগম ও ছেলে মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ জব্দ ও তাদের আটক করা হয়। এ সময় টের পেয়ে কারখানার মালিক মশিউর রহমান মজিদ পালিয়ে যান। তিনি ওই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন ধরনের ভেজাল হোমিও ওষুধ তৈরি করে বাজারজাত করছিলেন মশিউর রহমান মজিদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান, জেলা ড্রাগ সুপার মো. জাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ জব্দ করা হয় ও কারখানার মালিকের স্ত্রী শেফালি বেগম ও ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
রওশন আলম পাপুল/এফএ/জেআইএম