নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৮ জুন ২০১৮
প্রতীকী ছবি

নওগাঁর পোরশা উপজেলায় মদন রবিদাস (২৬) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলা ঘাটনগর ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মদন ওই গ্রামের মনো রবিদাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মদন পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তার মা হরিন বালা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মদনকে দেখতে পান।

নিহত মদনের মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আব্বাস আলী/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।