নীলফামারীতে সার্বক্ষণিক দায়িত্বে পাউবো কর্মকর্তা-কর্মচারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৬ জুলাই ২০১৮

বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী ও সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সকল কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশও দিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সচিব আব্দুল খালেক।

সচিবের স্বাক্ষরিত ওই আদেশ বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর ডালিয়ার তিস্তা ব্যারাজ ও সকল পানি উন্নয়ন বোর্ডের অফিসে পৌঁছেছে। তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকল প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছি।

Nilphamari-News

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাত ৯টায় তা আরও ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সচিব আব্দুল খালেক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, আদেশটিতে বলা হয়, দেশে বন্যা পরিস্থিতি বিদ্যমান থাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে জানমাল, ফসল, সেচ খালের ডাইক এবং অন্যান্য অবকাঠামোসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি হতে পারে। কিংবা বন্যাপরবর্তী জরুরি সার্ভিস পুনরায় প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের সদর দফতরসহ মাঠ পর্যায়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই বন্যা মোকাবেলায় আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সকল কর্মকর্তা- কর্মচারীর ছুটি বাতিল (হজব্রত পালন ছাড়া) করা হলো।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।