বান্দরবানে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৬ জুলাই ২০১৮

বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শুক্রবার দুপুরে জেলার আলীকদম উপজেলার বাজার ব্যবসায় সমবায় সমিতির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর জানান, বঙ্গবন্ধু এমন একটি আদর্শ সৃষ্টি করেছেন যে আদর্শ দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় করেন। সেই আদর্শ পদ্ধতি মেনে চলার আহ্বান জানান তিনি।

সৈকত দাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।