নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৮ জুলাই ২০১৮

নেত্রকোণায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

নেত্রকোণা জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নয়ন মিয়ার পুকুরপাড়ে পরিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তারকে কুপিয়ে হত্যা করে তার স্বামী সইফুল ইসলাম। হত্যাকাণ্ড ঘটিয়ে সাইফুল নিজেই নেত্রকোনা মডেল থানায় এসে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে রুমার মরদেহ উদ্ধার করে। পরদিন ২৯ আগস্ট নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুলকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর ১৫ অক্টোবর আদালতে চার্জসিট দাখিল করে পুলিশ। বিজ্ঞ আদালত ৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

কামাল হোসাইন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।