যৌতুকের মামলায় কারাগারে কলেজ শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৯ জুলাই ২০১৮

স্ত্রীর করা যৌতুক মামলায় ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক মো. মনিরুজ্জামানকে রোববার কারাগারে পাঠিয়েছেন নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান।

মনিরুজ্জামান ঝালকাঠি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর জনি।

তিনি আরো জানান, গত বছরের ৪ জুন শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে তার স্ত্রী নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাবনী আক্তার (২৩) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক মামলা করেন। স্ত্রীর করা মামলায় মনিরুজ্জামান রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী লাবনী আক্তার জানান, তার স্বামী তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো। এছাড়া তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিতো। তাই জীবন রক্ষার্থে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।