মুন্সীগঞ্জে স্কুলছাত্র হত্যার বিচার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৯ জুলাই ২০১৮

স্কুলছাত্র শহিদুল ইসলাম শান্তর (১৬) হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মৌন মিছিল করেছে মুন্সীগঞ্জের ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে ভবেরচর বাজার সডক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন- গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য লোকমান হোসেন সরকার প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং তার আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন শান্ত। রোববার বিকালে ভবেরচর স্কুলের সড়কের পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।