মেহেরপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৯ জুলাই ২০১৮

মেহেরপুরের গাংনীতে ভ্যানচালক খবীর হোসেন (৩৮) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, সাবান আলীর ছেলে অক্কাস আলী, আইয়ুব আলীর ছেলে বিপ্লব।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ নভেম্বর রাতে ভ্যানচালক খবির বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন রাতে জোড়পুকুর গ্রামের প্রধান সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার। ১২ নভেম্বর মেহেরপুর গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই আছের আলী।

এই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আসিফ ইকবাল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।