মুন্সীগঞ্জে পুলিশি বাধায় শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১০ জুলাই ২০১৮

মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি, নিখোঁজদের সন্ধান ও হামলাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সকাল সোয়া ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন জুবলী রোডে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় পুলিশ চার শিক্ষার্থীকে পিকআপ ভ্যানে তুলে অন্যত্র নিয়ে গেলে মানববন্ধন পণ্ড হয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, পুলিশের পিকআপ ভ্যানে করে চার শিক্ষার্থীকে সরকারি হরগঙ্গা কলেজে নিয়ে যাওয়া হয়। পরে কলেজের অধ্যক্ষ পরিচয় নিশ্চিত করলে তাদের ছেড়ে দেয়া হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।