ফুটবল খেলা দেখতে না দেয়ায় স্ত্রীকে খুন করে নাটক সাজালেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৪ জুলাই ২০১৮

গোপালগঞ্জে স্ত্রীকে ছুরি মারার পর নিজের ঘরে সিঁধ কেটে গল্প সাজিয়ে ধরা পড়েছেন এক স্বামী। আটক ইব্রাহিম (৩৫) জেলার কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এরপর নিজেকে বাঁচাতে নাটক সাজান স্বামী ইব্রাহিম শেখ।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানা পুলিশের ওসি মো. আজিজুর রহমান বলেন, ইব্রাহিম বুধবার রাতে ফুটবল খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন। কিন্তু তার স্ত্রী লিপি বেগম (২৫) তাকে বাধা দেন।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম স্ত্রীর পেটে ছুরি মারেন। পরে নিজের ঘরে সিঁধ কেটে পুলিশকে বলেন, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে প্রথমে তাকে মারধর করে। স্ত্রী চিৎকার দিলে দুর্বৃত্তরা তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

ইব্রাহিমের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিপি মারা যান।

ওসি বলেন, ইব্রাহিমের বানানো গল্পে পুলিশের সন্দেহ হয়। থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রাগের মাথায় ছুরি মারার কথা স্বীকার করে ইব্রাহিম। পরে বাঁচার জন্য ফন্দি আঁটতে থাকেন। সিঁধ কাটার গল্প সাজান তিনি। ইব্রাহিমকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি আজিজুর রহমান।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।