গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৬ জুলাই ২০১৮

গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ আল আমীন (৩০) নামে এক যবুককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার দুপুরে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকার আর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আল আমীন গাইবান্ধা পৌর এলাকার পুর্বপাড়ার মৃত শরীফ উদ্দিন হেসকারুর ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকার আর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে আল আমীনকে আটক করা হয়। এসময় তার কাছে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪২ হাজার টাকা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আল আমীনের বিরুদ্ধে এর আগেও মারামারি, ডাকাতি ও মাদকসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রওশন আলম পাপুল/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।