নিখোঁজের দু’দিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৩ জুলাই ২০১৮

নিখোঁজের দু’দিন পর নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ জানান, পায়েলের গ্রামের বাড়ি নোয়াখালীর সন্ধীপে। গত ২১ জুলাই গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে হানিফ পরিবহনের বাসে করে ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যানজটের কবলে পড়ে বাসটি। ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে পায়েল বাস থেকে বাইরে নামেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার পরপর বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে পায়েলের স্বজনরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।