শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০২:০২ এএম, ২৪ জুলাই ২০১৮

যশোরের শার্শা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শিশু সন্তান।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের হাঁড়িখালী কুঁচেমোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলামের বাড়ি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে।

নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন আমিরুল। পথে হাঁড়িখালী কুঁচেমোড়া এলাকায় সাতক্ষীরাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

নাভারণ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক পলিটন মিয়া জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।