গাজীপুরে বাসের ধাক্কায় নিহত ২
গাজীপুরে বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল কাদির মন্ডল ও নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা থেকে তাসিন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ময়মনসিংহের গৌরিপুরে যাচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকার হায়েস অ্যান্ড হ্যায়ার কারখানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি একই দিকের অপর একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়।
এতে ভ্যান উল্টে আরোহী সাতজন সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা ও পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম