ছেলে হত্যা মামলায় মাসহ ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ছেলে মুরাদুল ইসলাম সুমন (২২) হত্যা মামলায় মা ও ভাইসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। রায়ের সময় আদালতে সাদ্দাম নামে এক আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মো. সাদ্দাম হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার আবদুর রহিম, ইসমাইল হোসেন প্রকাশ কালা ইসমাইল, নিহতের মা হাসিনা বেগম ও ভাই মো. সোহেল।

লক্ষ্মীপুর জজকোর্ট সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হন লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মুরাদুল ইসলাম সুমন। দুদিন পর ৮ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুরের একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়। পরদিন প্রথমে নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে সাদ্দাম নামের একজনকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সুমনের মা হাসিনা বেগম ও ভাই সোহেলের সম্পৃক্ততায় ৯০ হাজার টাকার বিনিময়ে ৫ জনে মিলে হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে নিহতের মা ও ভাইসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

কাজল কায়েস/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।