ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৪ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

লালমনিরহাটে এক কিশোরীকে ধর্ষণের দায়ে জাহেদুল ইসলাম (২৭) নামে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার নুরুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, বাদী এ মামলায় ন্যায় বিচার পেয়েছেন।

মামলা সূত্র জানায়, ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করে জাহেদুল ইসলাম। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জাহেদুলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

রবিউল হাসান /আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।