গাজীপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৫ জুলাই ২০১৮

গাজীপুরে পাসপোর্ট করতে এসে জসিম উদ্দিন (২৫) নামে মিয়ানমারের এক নাগরিক (রোহিঙ্গা) আটক হয়েছেন। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টাংকিরপাড় এলাকার পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আবেদন ফরমে বর্তমান ঠিকানা টঙ্গী ও স্থায়ী ঠিকানা মেহেরপুর ব্যবহার করেছিলেন তিনি।

গাজীপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে আবেদন ফরম যাচাই-বাছাইয়ের সময় জসিমের কথাবার্তা ও আচারণে সন্দেহ হয়। পরে তাকে নিজের নাম বাংলায় লিখতে বললে লিখতে পারেননি।

এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামও বলতে বলা হলে সে বলতে পারেনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে সে মিয়ানমারের নাগরিক। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, আটককৃত যুবক‌কে কক্সবাজা‌রে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

মো. আ‌মিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।