বরিশালে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বরিশালে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। অহেতুক গ্রেফতারর করে আতঙ্কের সৃষ্টি করছে। গতকাল বুধবার রাত থেকে আওয়ামী লীগ বরিশালে ত্রাসের রাজত্ব শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত বলেই বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তবে মাটি কামড়ে হলেও বিএনপি নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত মাঠে থাকবে।
তিনি অভিযোগ করেন, নগরীর মধ্যে এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসায় বাসায় প্রচুর বহিরাগত এনে জড়ো করা হয়েছে। তারা হয় নৌকা, নয়তো ধানের শীষ প্রতীকের ব্যাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বহিরাগতদের গ্রেফতার নয়তো তাদের বিতাড়িত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান মির্জা আব্বাস।
তিনি বলেন, ইসির কথা কোনো কাজে আসছে না। আওয়ামী লীগ প্রতিনিয়ত আচরণবিধি লংঘন করে যাচ্ছে। প্রশাসন এসব দেখছে না। তারা এখন অভিযোগও নিচ্ছে না। শুরু থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ২০ দলের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইফ আমীন/আরএআর/জেআইএম