নৌকা মানুষকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে : নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ নৌকায় ভোট দেবে। কারণ উন্নয়নের ধারাবাহিকতার মার্কা হলো নৌকা। আর এই উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে কাজ করতে হবে। এই নৌকাই মানুষকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
নাসিম আরও বলেন, দেশে কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়নে বিপ্লব ঘটেছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। মানুষ খেয়ে পরে শান্তিতে আছে। দেশের মানুষ খুন-খারাবি হটকারী রাজনীতি বিশ্বাস করে না।
খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার পাপের সাজা আপনি ভোগ করছেন, আদালত আপনাকে সাজা দিয়েছে। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।
কাজিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম জেহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পরান সরকার, শরিফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক রুবেল আলম, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম প্রমুখ প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর