‘নৌকায় ভোট দিতে ভুল করলে বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস হবে’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন হবে গুরুত্বপূর্ণ। তাই এ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন। মনে রাখবেন নির্বাচনে ভুল করা যাবে না। নৌকায় ভোট দিতে ভুল করলে বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস হবে, দেশ আবার পিছিয়ে যাবে, জঙ্গিবাদের উত্থান হবে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মিত ছালাল আশ্রয়ন প্রকল্পের ৯০ জন সুবিধাভোগীর মাঝে জমির দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২০১৩-১৪ সালে ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে নাসিম বলেন, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করেছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হামিদ রেজা, চরগিরিশি ইউপি চেয়ারম্যান জহুরুল হক মিন্টু, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি