দুই স্কুলছাত্রীর করুণ মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৯ জুলাই ২০১৮
ছবি-ফাইল

পাবনার ঈশ্বরদী উপজেলায় সাবিয়া ও টুনি নামে দুই স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে চারটার দিকে পানিতে ডুবে তারা মারা গেছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

টুনি খাতুন ঈশ্বরদী শহরের ভেলুপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে ও একই এলাকার জায়দুল ইসলামের মেয়ে সাবিয়া খাতুন। সাবিয়া খাতুন ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। এবং টুনি খাতুন আলহাজ টেক্সটাইল মিল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শিমুল সর্দার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, এদিন বিকেল চারটার দিকে তারা গ্রামের আব্দুর রহমানের পুকুরে গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরের কাছে গেলে তাদের ভাসমান লাশ দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।