মানুষের পাশে দাঁড়ানো মানুষটি আজ নিজেই বিপদে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৯ জুলাই ২০১৮

স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানো মানুষটি আজ নিজেই বিপদে পড়েছেন। জীবনে অনেক মানুষের বিপদে পাশে দাঁড়ালেও নিজের ক্ষেত্রে পড়েছেন বিপাকে। টাকার জন্য গলার ক্যান্সারের চিকিৎসা করাতে পারছেন না, কিন্তু লজ্জায় কার কাছে সহযোগিতাও চাইতে পারছেন না তিনি।

প্রায় এক বছর আগে রাজধানীর ধানমন্ডির আনোয়ারা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন কাজিমুদ্দিনের (৫৫) গলায় Matastatic Adenocareinoma নামে ক্যান্সার হয়েছে। প্রথমে ডাক্তার গোলাম মোস্তফার কাছে চিকিৎসা নেন তিনি।

পরবর্তীতে National Institute of Cancer Research and Hospital-এ চিকিৎসা চলতে থাকে। সেখানে ভর্তি ও আসা যাওয়া করতে করতেই তার টেনেটুনে গড়া সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন টাকার অভাবে নিয়মিত ওষুধ কিনতে পারছেন না তিনি।

ডাক্তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিন মাস যাবৎ তার চিকিৎসা বন্ধ রয়েছে। কাজিমুদ্দিনের এখন মাঝে মধ্যেই গলা থেকে রক্ত পড়ছে। কিন্তু টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। এ অবস্থায় তিনি হৃদয়বান মানুষগুলোর সহযোগিতা কামনা করেছেন।

কাজিমুদ্দিনের বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন 01731-113357 নম্বরে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।