দিনাজপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ জুলাই ২০১৮

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর।

সোমবার দুপুর আড়াইটার সময় কিষাণবাজার শহীদ জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে তাকে দাফন হবে। এর আগে রোববার রাত ৮ টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, রোববার সন্ধ্যায় দিনাজপুর শহরের হাসপাতাল রোর্ড দিয়ে যাওয়ার হঠাৎ পেটের ব্যথায় আক্রান্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় তিনি মারা যান।

চেয়ারম্যান বাবুল আকতার চৌধুরী শেখপুরা ইউনিয়নের কিষাণ বাজার সরকার পাড়া গ্রামের মরহুম জমির উদ্দিন চৌধুরীর ছেলে।

এমদাদুল হক মিলন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।